রফিকুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি (গাজীপুর):

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন নিজমাওনা গ্রামের বড়চালা নামক স্থানে এক বৃদ্ধা মায়ের নিজের বসত বাড়ির ঘর বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে ঠাই নিয়েছে ৷জানাযায় নিজমাওনা গ্রামের আবুল কাশেম (৮৫) এর স্ত্রী মা কুরান জান (৭৫ ) তার পুত্র সন্তান সাবলম্বী হওয়ার পরও অভাব অনটন ও অত্যাচারের স্বীকার মা কুরান জান ৷
নিজের সন্তানের কাছে ঠাই না পেয়ে অসুস্থ মা কুরান জান তার নাতী জুলেখার স্বামীর বাড়িতে আশ্রয় নেয় মা কুরান জানের কাছে সকালের বাংলা জিঙেগস করিলে তিনি বলেন আমার১মাত্র পুত্র সন্তান আঃকাদের (৫৫) তিনি আমার পুত্র থাকার পরও আমাকে বিনা অপরাধে আমার নিজের বসত বাড়ি থেকে বাহির করে দেয় ৷

আমি এখন অনাহারে দিন কাটাচ্ছি আমার স্বামী আবুল কাশেম (৮৫) তিনি নিজেই সন্তানের সাথে আছেন , কিন্তু আমার একটু ঠাই হলনা আমার ছেলের কাছে ,এই বলে বৃদ্ধা মা কুরান জান কেঁদে ভেঙ্গে পড়েন ৷ তাই এ বিষয়ে এলাকাবাসীর কাছে জিঙেগস করিলে তারা বলেন ঘটনা সত্য এ বিষয় এলাকাবাসী তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ৷

যাহাতে তার স্বামী ও তার সন্তানের বাড়িতে একটু মাথা গোজার ঠাই পায় এবং কুরান জানের স্বামী আবুল কাশেম নিরুপায় তিনি নিজেও তার সন্তানের ভয়ে মুখ খুলতে পারছেন না ৷
তাই এই বৃদ্ধা মায়ের যাহাতে পূর্নরায় আবার শান্তি ফিরে আসে এ বিষয়ে উদ্দর্তন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন মা কুরান জান ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ