আঃ রাজ্জাক গাজীপুর, প্রতিনিধি: গাজীপুরের জয়দেবপুর থানার হালডোবা এলাকা থেকে এক হাজার ৪ শতটি ইয়াবা বড়িসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে হোতাপাড়া ফাঁড়ি পুলিশ। সোমবার (৮ জুলাই) ভোরে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলেন – কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার আজিবুরের ছেলে রিপন (৩৫) ও রাশেদুল (৩৮) এবং ফজল হকের ছেলে আরিফুল ইসলাম (৩৫)।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রীপুর থানায় সু-নামের সহিত মাদক ও সন্ত্রাস বিরোধী কাজ করে এসেছেন (ওসি) জাবেদুল ইসলাম জানান, গাজীপুরের জয়দেবপুর থানার পুলিশের একটি দল সোমবার ঢাকা-রাজেন্দ্রপুর-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের হালডোবা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি করছিল।
এসময় কাপাসিয়াগামী সিএনজি চালিত একটি অটোরিক্সার আরোহী তিনজনের দেহ তল্লাশিকালে ৭টি প্যাকেটে ভর্তি ১ হাজার ৪’শ পিস ইয়াবা টেবলেট উদ্ধার ও তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ইয়াবা ও মাদক ব্যবসায়ী। তারা বিক্রির জন্য ইয়াবার চালান নিয়ে কাপাসিয়ার দিকে যাচ্ছিল।
