রাজধানী ঢাকার সড়কে রিকশা বন্ধের প্রতিবাদে চালক-মালিকদের বিক্ষোভ, চরম ভোগান্তিতে জনগণ:

ঢাকা সারাদেশ

রাজধানী ঢাকার প্রধান তিনটি সড়কে রিকশা চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রিকশা মালিক ও শ্রমিকরা। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। দুপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনার পর তারা কর্মসূচি প্রত্যাহার করে।

রাজধানীতে সড়কে যানজট কমানোর পাশাপাশি শৃঙ্খলা আনতে গাবতলী থেকে আজিমপুর, সাইন্স ল্যাব থেকে শাহবাড় ও কুড়িল থেকে খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত এই তিনটি সড়কে ৭ জুন থেকে রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা দেয় দুই সিটি কর্পোরেশন।

এসব প্রধান সড়কে রিক্সা চলাচলের দাবিতে সোমবার সকাল থেকে রাজধানীর সায়েদাবাদ জনপদ মোড় থেকে মুগদা, মানিকনগর এবং খিলগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে রিকশা মালিক ও শ্রমিকরা।

dailychoukas.com

এসময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অসংখ্য যাত্রী পড়েন ভোগান্তিতে।

এদিকে, রিক্সা শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে বলে জানালেন পুলিশ কর্মকর্তা।

এসব সড়কে রিক্সা চলাচল বন্ধ করলে অনেক রিক্সা শ্রমিক বেকার হয়ে পড়বে দাবি করে, বিকল্প কর্মস্থানের দাবি জানালেন কেউ কেউ।

সূত্র:stv

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *