কালিয়াকৈরে জন্মদিনের পচা-বাসী কেক খেয়ে শিশুসহ একই পরিবারের ১২ জন অসুস্থ ৷

ক্রাইম রিপোর্ট সারাদেশ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে জন্মদিনের পচা ও বাসী কেক খেয়ে শিশু ও নারীসহ কমপক্ষ ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় বৃৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভোক্তভোগি পরিবারের পক্ষ থেকে


ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাসষ্ট্যান্ড এলাকায় শিলাবৃৃষ্টি মার্কেটের মা মদিনা ফুড গার্ডেনের কেক খেয়ে এ ঘটনা ঘটে ৷ গত ৭ জুলাই উপজেলার টানকালিয়াকৈর এলাকার আবুল হাসেমের ছোট ছেলে সিয়াম হাসাজন রাসেলের ১১তম জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে ওইদিন বিকেলে কালিয়াকৈর বাসষ্ট্যান্ড এলাকায় শিলাবৃৃষ্টি মার্কেটের মা মদিনা ফুড গার্ডেনের থেকে তিন পাউন্ড ওজনের একটি কেক কিনেন সিয়ামের বাবা আবুল হাসেম।

রাতে ছেলের জন্মদিন উৎসবে আনন্দঘন পরিবেশে কেক কেটে খাওয়া শুরু করে পরিবারের সদস্য ও স্বজনরা। কেক খাওয়ার ২ থেকে ৩ ঘন্টার মধ্যে শিশু ও নারীসহ ১০ থেকে ১২ জন অসুস্থ হয়ে পড়ে ৷ এদের মধ্যে ৭ থেকে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ৷ এরপর ওই রাতেই গুরুতর অসুস্থ অবস্থায় মনির হাসান ও হাসনা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

সেখানে দুদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তাদের দুজনকে ছুটি দওয়া হয়েছে। পচা ও বাসী কেক খেয়ে অসুস্থ হওয়া বিষয়টি ওই দোকানের মালিক শামীম হাসান সানু জানাল উল্টা ক্রেতা আবুল হাসানের সঙ্গে খারাপ আচারণ করেন। এ ঘটনায় আবুল হাসান বাদী হয়ে বৃৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

dailychoukas.com


ক্রেতা আবুল হাসেম বলেন, পচা ও বাসী কেক সরবরাহকারী মা মদিনা ফুড গার্ডেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি অভিযোগ দায়ের করেছেন। যাতে আর আমার মত অন্য ক্রেতা বা সাধারণ মানুষ ওই দোকানের পচা ও বাসী কেক খেয়ে অসুস্থ না হয়।


অভিযুক্ত মা মদিনা ফুড গার্ডেনেরর মালিক শামীম হাসান সানু জানান, জন্মদিনের এসব কেক উপজেলার বাড়ইপাড়া হিজলহাটি এলাকার মা-বাবার দোয়া কেক তৈরি কারখানা থেকে আনা হয়েছে। তবে ওই কেকটি নষ্ট হতে পারে বলে জানান তিনি।
কালিয়াকৈর উপজেলা

নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, এ বিষয়ে তদন্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *