লিখন হোসাইন লালমনিরহাট প্রতিনিধি ।১৭ জুলাই ঢাকাস্থ জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) আগারগাঁও এ উপজেলা পরিষদের পরিকল্পনা এবং সেবা প্রদান সংক্রান্ত ৪ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ টিম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা ইন্টিগ্রেটেট ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইউআইসিডিপি) বাস্তবায়িত ওই প্রশিক্ষণে দেশের ১০ টি পাইলট উপজেলার প্রথম ব্যাচে (১৪-১৭ জুলাই) অংশ নেয়া ৫ টি উপজেলা টিমের মধ্যে কালীগঞ্জ উপজেলা টিমে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ,
ভাইস চেয়ারম্যান কমলকৃষ্ণ সরকার ও নাজনীন রহমান, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, মেডিকেল অফিসার আব্দুল কাদের গনি,কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, প্রকৌশলী( ডিপিএইচই) বাদশা আলমগীর,ইউপি চেয়ারম্যান মাহমুদুল ইসলাম, শহিদুল হক ও নুর ইসলাম আহমেদ। প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়।
