খুব শিগগিরই রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে প্রত্যাবাসন শুরু হবে : মোমেন

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন আশা করছেন, খুব শিগগিরই রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে প্রত্যাবাসন শুরু হবে।
১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সারা বিশ্বে বাংলাদেশ মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে তিনি বলেন,‘রোহিঙ্গারা অনেকদিন স্থায়ী হলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। আমরা রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন চাই। তবে যুদ্ধ চায় না।’


পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার সিলেটের সিলেটভিউটোয়েন্টিফোরডটকম অনলাইন পত্রিকার প্রতনিধি সম্মেলনে এসব কথা বলেন।
এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান।


ড. মোমেন বলেন, গণমাধ্যম সরকারের ভূলত্রুটি ধরিয়ে দেয়ার পাাশাপাশি সরকারের উন্নয়নসমূহ তুলে ধরলে তা উন্নয়নের গতি বাড়াতে সহায়ক হবে।
তিনি আশা করেন, মিডিয়াকে হিংসা-বিদ্বেষ কমাতে জোরালো ভূমিকা রাখবে।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কাজ ব্যাহত করার জন্য গুজব ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে। যখন কোন দেশ উন্নয়ন করে তাদের শত্রু সৃষ্টি হয়, নানাভাবে বাঁধা সৃষ্টি করা হয়। এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে তিনি গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *