মেহেরপুরের গাংনী উপজেলায় স্ত্রীকে
শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। শনিবার বিকেলে উপজেলার পোড়াপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত স্বামী-স্ত্রী হলেন, দাউদ হোসেন (৬০) ও তার স্ত্রী সাহিদা খাতুন (৫২)।স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির পার্শ্ববর্তী একটি ডুমুর গাছে ভ্যানচালক দাউদ হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশিরা। দড়ি কেটে বাড়ি আনার আগেই তার মৃত্যু হয়। এ সময় প্রতিবেশিরা তার বাড়ির উঠানে স্ত্রীর মরদেহ দেখতে পান। এই বাড়িতে স্বামী-স্ত্রী থাকতেন। একমাত্র ছেলে স্ত্রীকে নিয়ে অন্যত্র থাকেন।ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। মরদেহ দুটির ময়নাতদন্ত হলেই তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
