ডেঙ্গু নিয়ে জরুরি অবস্থা ঘোষণার দাবি করেন ফখরুলের

রাজনীতি

জরুরি অবস্থা ঘোষণা করে ডেঙ্গু সমস্যার সমাধান করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থই হয়নি তার ডেঙ্গু নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছে এগুলো অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং ক্ষমার অযোগ্য।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ডাক্তার ফরহাদ হালিম ডোনার ভাইকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ সকল কথা বলেন।

আমরা মনে করি যে ভাবেই হোক ডেঙ্গু নিয়ে রাজনীতি না করে দ্রুত মানুষকে বাঁচানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যক্রমে সারাদেশের ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আমরা লক্ষ্য করেছি ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের চরম অবহেলায় ডেঙ্গু আজ ব্যাপক আকার ধারণ করেছে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের ৬৪ জেলাতেই ডেঙ্গু রোগ ছড়িয়ে গেছে এর বিস্তারটা রোধ না করতে পারলে ভয়াবহ রূপ ধারণ করবে। ডেঙ্গুর যে বিস্তার ঘটেছে এটা প্রতিরোধ করার জন্য যে ওষুধ দরকার তা এখনো এসে পৌঁছায়নি। এখন যেটা করা হচ্ছে এটা একেবারেই এফেক্টিভ নয়। চিকিৎসার জন্য যে ব্যবস্থাগুলো করা দরকার তা কিন্তু পুরোপুরিভাবে হচ্ছে না।

আমরা মনে করি অবিলম্বে জরুরি অবস্থা ঘোষণা করে। জরুরী ভিত্তিতে এই সমস্ত সমস্যার সমাধান করা দরকার। যুদ্ধকালীন অবস্থার মতো করা দরকার এখন সময় খুব কম। ইতোমধ্যে যা ছড়িয়ে পড়েছে এর জন্য প্রতিটা পরিবার এখন দুশ্চিন্তার মধ্যে আছে। সরকারের উচিত হবে আর কালবিলম্ব না করে চিকিৎসকদের পরামর্শ এবং সকলের সহোযোগিতা নিয়ে ডেঙ্গু মোকাবিলায় কাজ করা উচিত, যোগ করেন মির্জা ফখরুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *