মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই-ছাত্রনেতা রাজু।

সারাদেশ

মো লিখন মিয়া, রংপুর।।

যুবসমাজকে মাদকের ভয়াল থাবা ও সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ও গুজব বিরোধী জনসচেতনতা বাড়াতে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।

গত ০২ আগষ্ট উদীয়মান কর্তৃক আয়োজিত ষষ্ঠতম টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচটির উদ্ভোদনকালে এসব কথা বলেন কালীগঞ্জ উপজেলার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক   উদীয়মান তরুন ছত্রনেতা মোঃ আশরাফুল ইসলাম রাজু।
তিনি আরো বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম। তাই সমাজের প্রতিটি শিশু-কিশোরের জন্যই খেলাধুলার ব্যবস্থা রাখা প্রয়োজন। পাশাপাশি কোন প্রকার গুজবে কান না দেওয়া ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেনতা বাড়াতে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।

উক্ত খেলায় জাতীয় সংগীত এর পরেই
মদাতী ইউনিয়ন যুবলীগ এর 
সংগ্রামী সভাপতি
মোঃ গোলাম মোর্শেদ শান্ত’র
অকালমৃত্যুতে গভীর শোক,সমবেদনা 
ও ১ মিনিটের নীরবতা পালন করা হয়।
উক্ত খেলায় প্রধান অতিথী,মোঃ রেজ্জাকুল ইসলাম কায়েদ (চেয়ারম্যান ৭নং ডাউবাড়ী ইউপি)।

বিশেষ অতিথি,মোঃ দুলাল হোসেন (ইউপি সদস্য,৭ নং ডাউয়াবাড়ী), মোঃ লাভলু হক ( সদস্য ৭ নং ডাউয়াবাড়ী ইউপি), মোঃ নুরুজ্জামান নুরু(বিশিষ্ট ব্যবসায়ী, ভোটমারী), মোঃ মমিনুর হক( বিশিষ্ট সমাজ সেবক,ভোটমারী), বীর মুক্তিযোদ্ধা মোঃ আফসার আলী, খোরশেদ আলম ও সাংবাদিক লিখন মিয়া সহ প্রমুখ।
খেলায়,ভোটমারী জুঁই একাদশের সাথে লড়েন কাকিনা গ্যালাক্সি।নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়লাভ করে ভোটমারী জুঁই একাদশ।
সভাপতিত্ব করেন, মোঃ নুর ইসলাম,প্রধান শিক্ষক ভোটমারী উচ্চ বিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *