কলারোয়ায় ক্যাম্প পুলিশের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান।

সারাদেশ

সরদার কালাম কলারোয়া সাতক্ষীরাঃ 
ডেঙ্গুর বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ-একদিন এক ঘন্টা-পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে-সাতক্ষীরা কলারোয়ার খোরদো ক্যাম্প পুলিশের সকল সদস্যের অংশগ্রহণের মাধ্যমে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালিত হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী ওয়ান-ডে ওয়ান-আওয়ার(দিনে একঘন্টা)কর্মসূচীর আওতায় শুক্রবার (২রা আগষ্ট) সকাল থেকে (ঘন্টাব্যাপী)শুরু করে শনিবার (৩রা আগষ্ট)সকালেও এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলে এবং আগামী দিন অভিযান পরিচালিত হবে বলে জানা গেছে।ডেঙ্গুর বিরুদ্ধে সমন্বিত এ উদ্যোগে-কলারোয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান’র শিক্ষক-শিক্ষার্থী,সামাজিক সংগঠন,রাজনৈতিক দল_ব্যক্তিত্ব ও থানা পুলিশ সদস্যদের ন্যয়-উপজেলা দেয়াড়ার খোরদো ক্যাম্প ইনচার্জ মোঃ  ওবাইদুর রহমান’র নেতৃত্ব ও এএস আই মোঃ ওয়াজেদ আলীর উপস্থিতিতে ক্যাম্প এলাকাসহ রাস্তার পাশে অবস্থিত ক্যাম্প মাইল ফলক থেকে ক্যাম্প কেন্দ্রিক রাস্তার বিভিন্ন স্থানগুলো পরিস্কার-পরিচ্ছন্নতার-এ অভিযান কর্মসূচীতে সদস্য মোঃ ওয়াহিদুজ্জান ওয়াহিদসহ সকল ক্যাম্প সদস্য ঘন্টা বা তার অধিক সময় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এছাড়া,পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা-ডেঙ্গু মুক্ত এলাকা গড়া এবং এলাকায় যেন ডেঙ্গু সৃষ্টি হতে না পারে সে চেষ্টায় এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী আগামী দিনেও চলমান থাকবে বলে জানান ক্যাম্প ইনচার্জ মোঃ  ওবাইদুর রহমান।এছাড়াও,শুক্রবার খোরদো বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজের পুর্ব মুহূর্তে ডেঙ্গু প্রসঙ্গে সকল মুসল্লিসহ পরবর্তী সময়ে বিভিন্ন এলাকার অন্যান্যদের মধ্যে পরিস্কার-পরিচ্ছন্নতায় সমাজ সচেতনতা সৃষ্টিতে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *