সরদার কালাম কলারোয়া।।
প্রতি বছরের ন্যয়-সাতক্ষীরা কলারোয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত-এবারও খুবই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফিতা কেটে ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন হয়েছে।

সোমবার (৫আগস্ট)দুপুরের দিকে উপজেলা কৃষি অফিস সংলগ্ন এলাকার পরিষদ চত্বরে-নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানটি আনুষ্ঠানটি ভাবে ফিতা কেটে বিভিন্ন গাছের সমন্বয়ে‘ছাদ বাগান’ও মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু।
এবার বৃক্ষ মেলায় ১৬টি স্টলের সমন্বয়ে নানান চারা গাছের সমাহারে ব্যবসায়ী ও উদ্যেক্তারা দৃষ্টিনন্দনভাবে সাজিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- ‘পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপন করুন।গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু।শুধু পরিবেশ রক্ষার্থে নয়,একটি গাছ ভবিষ্যৎ সঞ্চয়ের মূলধন হিসেবে কাজে লাগে।তাই আসুন অপ্রয়োজনে গাছ না কেটে,গাছের চারা রোপন ও রক্ষণাবেক্ষন করি,যা ভবিষ্যতে আমাদের সম্পদে পরিণত হয়।তিনি আরও বলেন,’”উন্নয়ন ও অগ্রগতির ডিজিটাল বাংলাদেশ গড়তে গাছের চারা রোপন করে,অপ্রয়োজনীয় গাছ কাটা থেকে বিরত থাকুন,”।
কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজার সঞ্চালনায়,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন,কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর,থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান,শিখা রানী চক্রবর্তী,কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কলারোয়া নিউজ’র সম্পাদক প্রাভাষক আরিফ মাহমুদ,প্রেস ক্লাব সদস্য-সাংবাদিক সরদার জিল্লুর রহমান,রিপোটার্স ক্লাবের সহ.সভাপতি জাকির হোসেনসহ সাংবাদিক,শিক্ষক-শিক্ষার্থী,স্কাউটস বৃন্দ ও সুধিজনেদের উপস্থিতিতে ছিলেন।এ আলোচনা সভা শেষে শিক্ষার্থীসহ অন্যান্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।