রফিকুল ইসলাম, শ্রীপুর প্রতিনিধি :
র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আশরাফুল ইসলাম নামে এক দুরধর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি বিদেশী পিস্তল, ১ হাজার পিছ ফেনসিডিল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

র্যাব ২ এর কম্পানী কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী সকালের বাংলাকে জানান, টাঙ্গাইল র্যাব চেক পোষ্ট হয়ে একটি প্রাইভেটকার যাচ্ছিল। গাড়িটিকে উদ্দেশ্য করে র্যাব সিগনাল দিলে গাড়িটি তা অমান্য করে চলে যায়। র্যাব তা সন্দেহ করে গাড়িটির পিছু নেয় কিন্তু গাড়িটি ঘাটাইল হয়ে সাগরদিঘী ডুকে এবং সাগরদিঘী থেকে সখিপুর হয়ে গাজীপুর র্যাব পোষ্টে পৌছালে র্যাব গাড়িটি তল্লাশি করতে চাইলে গাড়িতে থাকা মাদক ব্যাবসায়ী একজন র্যাব সদস্যকে ধাক্কাদিয়ে আহত করে পালিয়ে আসে।

তারপর গাজীপুরের বিভিন্ন জায়গায় র্যাব তল্লাশি চালায় এক পর্যায়ে কেওয়া পশ্চিম খন্ডে একটি প্রাইভেটকার র্যাবকে দেখে পালানোর চেষ্টা করলে র্যাব তার পিছু নেয়। গাড়িতে থাকা মাদক ব্যবসায়ী র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছুরতে থাকে। র্যাবও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। শ্রীপুর থানার এস.আই আশরাফুল ইসলাম মাদক ব্যবসায়ীর দুইটি মোঠোফোন থেকে নিহত মাদক ব্যবসায়ীর পরিবারের সাথে যোগাযোগ করলে নিহতর আরো নাম বেরহয়ে আসে। সঠিক নাম এখনো পাওয়া যায়নি ৷
