হাকিমপুর ইউপি চয়ারম্যানসহ ৮ জনর বিরুদ্ধ রাস্তার গাছ চুরির মামলা

ক্রাইম রিপোর্ট


হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরর হাকিমপুর উপজলার খট্রা মাধবপাড়া ইউপি চয়ারম্যান মাখলছুর রহমানসহ ৮ জনর বিরুদ্ধ রাস্তার ১শ টি বনজ গাছ চুরির মামলা করছন উপজলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শামসুল আলম। এই মামলায় পুলিশ ৪ জনক আটক করছ।


হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনায়ার হাসন জানান, উপজলার ১ নং খট্রা মাধবপাড়া ইউপির খট্রা মজার ঢলুপাড়া গ্রামর পশ্চিম পার্শ্ব উত্তর দক্ষিনগামী কাঁচা রাস্তার দু’পাশর ইউক্লিপটাস ও আকাশমনির প্রায় ১শটি বনজ গাছ গতকাল শুক্রবার দুপুর কাটার অভিযাগ ওই রাতই ইউপি চয়ারম্যানক হুকুমর আসামী কর ৮ জনর বিরুদ্ধ থানায় মামলা করন বন কর্মকর্তা।মামলার আসামীরা হলন- দিনাজপুর জলার বিরামপুর উপজলা সদরর মানিক মিয়া, হাকিমপুর উপজলার বড়চড়া গ্রামর মামুন, সরঞ্জাগাড়ী গ্রামর এমদাদুল, হারুনুর রশিদ, মিনহাজুল, দবিরুল ইসলাম, রুবল ইসলাম। মামলা নং ১৭ , তারিখ ৯-৮-১৯। এদিক রাতই পুলিশ অভিযান চালিয় হাকিমপুর উপজলার সরঞ্জাগাড়ী গ্রামর হারুনুর রশিদ, মিনহাজুল ইসলাম, দবিরুল ইসলাম, রুবল ইসলামক আটক করছ।

ইউপি চয়ারম্যান মাখলছুর রহমান জানান, তার বিরুদ্ধ একটি কুচক্রি মহল দীর্ঘদিন থক ষড়ন্ত্র কর আসছ। উপজলা বন কমিটিত অবধ ভাব গাছ কর্তনর ব্যাপার সিদ্ধাÍ হয় এবং আমাক বাদি হয় গাছ চারদর বিরুদ্ধ মামলা করার নির্দশ দন উপজলা নিবার্হী অফিসার। কিন্তু কুচক্রি মহলর মদদ উল্টা আমাক হুকুমর আসামী কর মামলা করা হয়ছ। তিনি আরও বলন, আমি ওই রাস্তার গাছ কাটার ব্যাপার কিছুই জানতাম না। পার্শ্ববর্তী বড়চড়া গ্রামর বাসিদা ও উপজলা এসএফপিসি, ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম নিজক আড়াল করত আমার বিরুদ্ধ মিথ্যা মামলা দিয় হয়রানী করছ।

ওই রাস্তার কয়কজন উপকারভুগি জানান, রাস্তাটিত ১০৯ জন উপকার ভুগি রয়ছ। ঢলুপাড়া গ্রামর জনক রশিদর নির্দশ শ্রমিকরা ওই রাস্তার কয়কটি গাছ কাট। চয়ারম্যানক বিষয়টি আমরা অবগত করি চয়ারম্যান আইনগত ব্যবস্থা নওয়ার আগই তাক হুকুমর আসামী কর মামলা করা হয়ছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *