এম সাঈদ।।
বিনম্র শ্রাদ্ধায় বাগআঁচড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুলের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এক শোক র্যালি বাগআঁচড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রাদ্ধা নিবেদন করে। পরে এক দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ইয়াকুব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা আসাদুল ইসলাম মেম্বর, আবু তালেব মেম্বর, আলমগীর মেম্বর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, যুবলীগ নেতা মহিদুল ইসলাম, রিজাউল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব পল্টু ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান অপু। এছাড়া শংকরপুর ইউনিয়ন বঙ্গবন্ধু সংসদ, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র, বাগআঁচড়া কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, গার্স স্কুল এন্ড কলেজ ও কুলবাড়িয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান বিনম্র শ্রাদ্ধায় দিবসটি পালন করে।