বিএসএফ’ক মিষ্টি উপহার দিলন বিজিবি

সারাদেশ

হিলি প্রতিনিধি :
ভারতর স্বাধীনতা দিবস উপলক্ষ্য ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফক মিষ্টি উপহার দিয় শুভছা জানিয়ছ বর্ডার গার্ড বাংলাদশ (বিজিবি)। এর পাশাপাশি এই প্রথমবারর মতা স্থানিয় মুক্তিযাদ্ধা সংসদর পক্ষ থকও বিএসএফক মিষ্টি উপহার দিয় শুভছা জানানা হয়।

আজ শুক্রবার সকাল ১১টায় হিলি সীমান্তর চেকপাষ্ট গটর শুন্যরখায় বিএসএফর হিলি ক্যাম্প কমান্ডার জগদিশ প্রসাদর হাত বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হাসন ও মুক্তিযাদ্ধা কমান্ডার লিয়াকত হাসন মিষ্টি উপহার দিয় শুভছা জানান ও কুশল বিনিময় করন। এসময় সখান উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরাসহ স্থানিয় মুক্তিযাদ্ধারা উপস্থা ছিলন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হাসন জানান, গতকাল ১৫ আগষ্ট ভারতর স্বাধীনতা দিবস ছিল। এ উপলক্ষ্য ভারতর স্বাধীনতা দিবসর আনদক ভাগাভাগি কর নিত আজ বিজিবির পক্ষ থক বিএসএফক মিষ্টি উপহার দিয় স্বাধীনতা দিবসর শুভছা জানিয়ছি।

দু’দশর সীমান্ত রক্ষী বাহিনীরা নিজদর মধ্য সাহার্দ-ভাব-সম্প্রতি বজায় রাখত জাতীয় উৎসব ও সব ধরনর ধর্মীয় উৎসব গুলাত এক-অপরর মধ্য মিষ্টিসহ বিভিন উপহার সামগ্রী দিয় শুভছা বিনিময় কর থাক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *