হিলি প্রতিনিধি:
পবিত্র “ঈদ-উল-আযহা’’ ও “জাতীয় শাক দিবস” উৎযাপন উপলক্ষ টানা ৯ দিন হিলি স্লবদর দিয় সকল প্রকার পন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বদর দিয় বানিজ্যিক কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদর ফির এসেছে মাঝ কর্মচাঞ্চলতা ।
হিলি স্লবদর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারন সম্পাদক মাস্তাফিজার রহমান মাস্তাক জানান, “কারবানীর ঈদ” ও “জাতীয় শাক দিবস” উৎযাপন উপলক্ষ টানা ৯ দিন বন্ধ থাকার পর আজ রবিবার থেতে আমদানি-রপ্তানি সহ বদরর সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
এদিক হিলি চেকপাষ্ট ইমিগ্রশন ওসি রফিকুজ্জামান জানান, “ঈদ-উল-আযহা’’ ও “জাতীয় শাক দিবস” উৎযাপনর ছুটিত আমদানি-রপ্তানি বন্ধ থাকলও হিলি চেকপাষ্ট দিয় পাসপাট যাত্রী যাতায়াত ছিলা স্বাভাবিক।