হিলিতে ভিক্ষুকদের মাঝে দোকান ঘর, চার্জার ভ্যান ও নগদ টাকা বিতরন

জাতীয়



হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিকে ভিক্ষুকমুক্ত করতে ও তাদের আর্থিকভাবে
স্বাবলম্বি করে গড়ে তুলতে ভিক্ষুকদের মাঝে দোকান ঘর, চার্জার
ভ্যান ও নগদ টাকা বিতরন করা হয়েছে।


ভিক্ষুক পুর্নবার্সন প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার সকালে হিলির
খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে দিনাজপুর জেলা প্রশাসক
মাহমুদুল আলম ভিক্ষকুদের মাঝে এসব দোকান ঘর, চার্জার ভ্যান ও
নগদ টাকা বিতরন করেন। এসময় সেখানে হাকিমপুর উপজেলা
চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা
আব্দুর রাফেউল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।


হাকিমপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা
জানান, হিলিকে ভিক্ষুকমুক্ত করতে আজ হিলির খট্টামাধবপাড়া
ইউনিয়নের ৯জন ভিক্ষুকের মাঝে দোকানঘর ও মালপত্র, ২জনকে
চার্জার ভ্যান ও একজনকে ব্যবসা পরিচালনার জন্য নগদ ৮ হাজার
টাকা বিতরন করা হয়েছে। উপজেলার সকল ভিক্ষুককের তালিকা করা
হয়েছে পর্যায়ক্রমে তাদেরকে পুর্নবাসন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *