গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় বাস চাপায় সোহেল রানা নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত সোহেল রানা বরিশালের বড়গাটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি ইটাহাটা এলাকায় এ জেড ফ্যাশন নামের একটি কারখানার অপারেটর ছিলেন।

গাজীপুর মেট্টোপলিটন বাসন থানার ওসি একে এম কাউসার চৌধরী জানান, নিহত সোহেল রানা স্বপরিবারে সিটি করপোরেশনের বাসন সড়কের পেয়ারা বাগান এলাকায় থাকতেন।

বুধবার ভোর ৬টার দিকে রাতের পালার ডিউটি শেষে বাই সাইকেলযোগে বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে কাশেম টেক্সটাইল মসজিদ এলাকায় বাইসাইকেলটি পৌঁছলে চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস বাই সাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সোহেল রানা মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।