গাজীপুরে ৫৫০ বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট

ক্রাইম রিপোর্ট

গাজীপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার অভিযান চালিয়ে প্রায় তিন কিলোমিটার এলাকার গ্যাস লাইন ও প্রায় আড়াইশ বাড়ির ৫৫০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে দিনব্যাপী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্নের অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের মারিয়ালী ও নিয়ামত সড়ক এলাকার চারটি স্পটে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় আড়াইশ’ বাড়ির ৫৫০টি চুলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, প্রায় দেড় বছর আগে একই এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস লাইন ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু পরবর্তীতে কতিপয় অসাধু ঠিকাদারের মাধ্যমে রাতের অন্ধকারে এসব বাসা-বাড়িতে সংযোগ প্রদান করা হয়। এ গোপন সংবাদ পেয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার ওই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পাইপ জব্দ করে। যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *