গাজীপুরের কালিয়াকৈর অপহরণের ১৮ দিন পর পোশাক শ্রমিকের গলিত লাশ উদ্ধার,আটক ৩

ক্রাইম রিপোর্ট

গাজীপুরের কালিয়াকৈরে অপহরণের  পর ১৫ লাখ টাকা মুক্তিপন না পেয়ে এক পোশাক শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার ১৮ দিন পর  সেফটি ট্যাংকি থেকে গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ।

নিহত অহিরুল ইসলাম পাবনার আটঘড়িয়া  থানার ভরতপুর গ্রামের ফজলুল হকের ছেলে । সে দীর্ঘদিন যাবৎ কালিয়াকৈর পৌরসভার কাঠাতলা এলাকার আঃ মালেকের বাড়িতে বাসা ভাড়ায়  থেকে  স্থানীয় ময়েজ উদ্দিন  টেক্সটাইল মিলে চাকুরী করে আসছিল। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে কালিয়াকৈর  থানা পুলিশ ।


কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন  জানান, গত ৬ আগষ্ট বাড়ি যাওয়ার উদ্দেশ্যে  ভাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় অহিরুল ইসলাম। পরে স্বজনদের মোবাইলে অহিরুলকে অপহরণ করা হয়েছে বলে জানায় দুর্বৃত্তরা। মুক্তিপন হিসেবে ১৫ লাখ টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা । ২০ আগষ্ট নিহতের চাচাতো ভাই পা াব আলী কালিয়াকৈর থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে স্থানীয় ইয়াকুব শেখের বাড়ির ভাড়াটিয়া শামীম হোসেনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয় । পরে তার স্বীকারুক্তি অনুযায়ী আজ রাত ৩টায় পুলিশ অভিযান চালিয়ে চান্দরা এলাকার ইয়াকুব শেখের বাড়ীর সেফটি ট্যাঙ্কি থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকায় ইয়াকুব শেখ ও তার ছেলে কামরুল শেখকে আটক  করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *