হিলিতে প্রহরীকে বেধে রেখে ৩ দোকানে ডাকাতি, আতংকে ব্যবসায়ীরা

ক্রাইম রিপোর্ট


হিলি(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলির ছাতনী চারমাথা বাজারে প্রহরীকে বেধেঁ রেখে মঙ্গলবার গভীর রাতে ৩টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাত দল একটি কাপড়ের দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা, কাপড় ও অপর দুই দোকানের চার্জার ভ্যানের ১১ জোড়া ব্যাটারি নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।


এ ব্যাপারে দোকান মালিকরা হাকিমপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হিলি-ঘোড়াঘাট সড়কের ছাতনী চারমাথা বাজারে মঙ্গলবার গভীর রাতে ডাকাত দল বাজারে এসে প্রহরীকে বেধেঁ রেখে মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতি হওয়া দোকান মালিকরা জানান, মিলন গামের্ন্টস থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকার
কাপড়, আব্দুস সামাদ ব্যাটারি ষ্টোর থেকে ১০ জোড়া চার্জার ভ্যানের ব্যাটারি যার মূল্য ৩ লক্ষ টাকা এবং রাইহান নামের একজনের দোকান থেকে ২৫ হাজার টাকা মূল্যে একটি ভ্যানের ব্যাটারি সেট ডাকাতি করে নিয়ে যায়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল করিম জানান, এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে
দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *