এম সাঈদ, বেনাপোল/শার্শা।।
ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচন্নতার বিকল্প নাই” এ স্লোগান কে সামনে রেখে,সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় শার্শা উপজেলার প্রতিটা ইউনিয়নে এই ডেঙ্গু মশক নিধন অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। ফাগার মেশিনেয় সাহায্য ডেঙ্গু মুক্ত করার জন্য কীটনাশক স্প্রে করা হচ্ছে।
বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াচ কবির বকুলের নির্দেশে এলাকার যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, পুকুর, ডোবা, পানি নিষ্কাশনের ড্রেন, ঝোপঝাড় ইত্যাদি যেখানেই ডেঙ্গু মশার লাভা তৈরির সম্ভবনা আছে সেখানেই যেনো স্প্রে করা হয়। এ মশক নিধন অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করছেন, সাতমাইল জোহরা মেডিকেলের পরিচালক ডাক্তার হাবিবুর রহমান হাবিব, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, আফিল উদ্দীন ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদুজ্জামান অহেদ,ইউনিয়ন যুবলীগ নেতা ছোট বাবু, গোলাম রাব্বানী রিপনসহ স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ।
