হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুরিয়ায় ১ লাখ ৪৪ হাজার টাকাসহ ২ কিশোরকে আটক
করেছে বিজিবি মংলা ক্যাম্পের সদস্যরা।
বিজিবি মংলা ক্যাম্পের নায়েব সুবেদার আলী আজম জানান, ভারত থেকে হুন্ডির টাকা
আসবে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে বিজিবি টহলদল মঙ্গলবার রাত ৮ টায় সীমান্তের
২৮৭/২৫ পিলারের কাছ থেকে হুন্ডির ১ লাখ ৪৪ হাজার টাকাসহ হৃদয় রহমান (১৪) ও রতন আলী
(১৫) কে আটক করেন। আটককৃতরা হলেন হাকিমপুর উপজেলার নন্দিপুর গ্রামের মহব্বত
আলীর ছেলে হৃদয় রহমান ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে রতন আলী।
বিজিবি আরও জানায় আটককৃতদের জিঞ্জাসাবাদ শেষে থানায় সোপদ্দ করা হবে।
গোলাম মোস্তাফিজার রহমান মিলন
