টাইফুনের কারণে নারিতা বিমান বন্দরে আটকা পড়েছিল ১৭ হাজার যাত্রী

আন্তর্জাতিক

শক্তিশালী টাইফুন সরাসরি টোকিওতে আঘাত হানায় গতরাতে নারিতা বিমান বন্দরে প্রায় ১৭ হাজার যাত্রী আটকা পড়েন। টাইফুনের হানায় টোকিওর পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ে। কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানান।
এতে ১শ’র বেশী ফ্লাইট বাতিল করা হয়, টোকিও থেকে ৭০ কিলোমিটার পূর্বে নারিতা বিমান বন্দর থেকে টোকিওমুখী সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমান বন্দরের মুখপাত্র কেই মিয়াহারা মঙ্গলবার ভোরে এএফপিকে বলেন, গত মধ্যরাতে বিমান বন্দরে ১৬ হাজার ৯০০ যাত্রী আটকা পড়েন।সকালে যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করেছেন, কেউ কেউ রেল ও সড়ক পথে তাদের গন্তব্যে যাচ্ছেন।
টেকিওর পূর্বদিকে চিবা এলাকায় নারিতা বিমান বন্দর টাইফুন ফ্যাক্সাই এর সরাসরি আঘাতের গতিমুখে ছিল। এই ঝড়ের গতি ছিল ঘন্টায় ২০৭ কিলোমিটার (১২৯ মাইল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *