জমে উঠেছে প্রচারণা ১৩ সেপ্টেম্বর হাকিমপুর প্রেসক্লাবের নির্বাচন

সারাদেশ


হিলি (দিনাজপুর) প্রতিনিধি
আগামীকাল ১৩ সেপ্টেম্বর দিনাজপুরের হাকিমপুর (হিলি) প্রেসক্লাবের
দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হবে। ওই দিন ষ্টেশন রোডস্থ প্রেসক্লাবের
নিজস্ব কার্যালয়ে বিকেল ৩ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত গোপন ব্যালটের
মাধ্যমে ভোট গ্রহন করা হবে। এদিকে নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের
সদস্যদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। জমে উঠেছে নির্বাচনী
প্রচার প্রচারণা।
প্রেসক্লাবের নির্বাচন কশিশনার অধ্যাপক জানে আলম জানান, এবারের
নির্বাচনে সভাপতি সম্পাদকসহ ৬ টি পদে ১৪ জন প্রার্থী
প্রতিদ্ব›িদ্বতা করছেন। এরমধ্যে সভাপতি পদে গোলাম মোস্তাফিজার রহমান
মিলন (বৈশাখী টিভি ও কালের কন্ঠ) ও জাহিদুল ইসলাম ( এনটিভি), সহ-
সভাপতি সিরাজুল ইসলাম পদে (দৈনিক আজকের প্রতিভা) ও রবিউল ইসলাম (
দৈনিক আজকের দেশবার্তা), সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু (
গাজী টিভি ও খোলা কাগজ) ও মুরাদ ইমাম কবির ( বাংলাভিশন), সহ-সাধারণ
সম্পাদক পদে সাজ্জাদ হোসেন ( ইন্ডিপেনডেন্ট টিভি) ও তাছির উদ্দিন (
সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোসলেম উদ্দিন ( দৈনিক
খবরপত্র) ও মুসা মিয়া ( দৈনিক মানবকন্ঠ) এছাড়া কার্যকরী সদস্য ৩ টি পদে
প্রতিদ্ব›িদ্বতা করছেন সৈয়দ মোস্তাফিজুর রহমান ( দৈনিক উত্তর বাংলা),
মাসুদুল হক রুবেল ( ডিবিসি নিউজ), রমেন বসাক ( দৈনিক যায়যায়দিন)
ও মোকছেদুল মোমিন ( দৈনিক জয়পুরহাট খবর) । এরআগে গতকাল ৮
সেপ্টেম্বর সাংগঠনিক সম্পাদক পদে শফিকুল ইসলাম ( সময় টিভি), দপ্তর
সম্পাদক পদে মোফাজ্জল হোসেন ( দৈনিক তিস্তা), কোষাধ্যক্ষ পদে আলম
হোসেন ( দৈনিক পত্রালাপ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পদক পদে তারিকুল
ইসলাম ( দৈনিক আমার সংবাদ) এবং ধর্ম ও সমাজ কণ্যান সম্পাদক পদে
আব্দুল আজিজ ( আরটিভি) কে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষনা
করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *