নওগাঁর আত্রাইয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ করল কিশোর

সারাদেশ


নওগাঁ জেলা প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে পাঁচ বছরের
শিশুকে ধর্ষণের অভিযোগ করা মামলায় ধর্ষককে প্রেফতার করা
হয়েছে। গত ৩ সেপ্টম্বর মঙ্গলবার ধর্ষণের ঘটনার পর অভিযুক্ত ধর্ষক
সূবর্ণ কুন্ড গ্রামের জগন্নাথ এর ছেলে স্বপন (১৮)কে আত্রাই
থানা পুলিশ আটক করেছে। আজ ১৫ সেপ্টম্বর রোববার শিশুটির মা
বাদী হয়ে মামলা করলে ধর্ষককে গ্রেফতার দেখানো হয়।
শিশুর পরিবার ও থানা সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টম্বর মোঙ্গলবার
উপজেলা সাহাগোলা ইউপির সূবর্ণ কুন্ড গ্রামের সুমনের
মেয়ে সুসমিতা (৫) সকাল আনুমানিক ১০টার দিকে নিজ
বাড়ির পাশের্^ অন্যআন্য ছেলে -মেয়েদের সাথে খেলা ধুলা করছিল।
এ সময় একই গ্রামের জগন্নাথ এর ছেলে স্বপন (১৮) তাকে ডাক
দিয়ে বাড়ির অদুরে বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে ।
এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশ-পার্শে¦র লোকজন ঘটনার
স্থলে গিয়ে শিশুকে উদ্ধার করে এবং ধর্ষক স্বপন ঘটনার স্থল থেকে
পালিয়ে যায়। আত্রাই থানার তদন্ত (ওসি) আবুল কালাম আজাদ
অভিযোগ পেয়ে আজ ১৫ সেপ্টম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে
ধর্ষক স্বপনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *