হিলি প্রতিনিধিঃ-
হিলিতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা,আড়াই লক্ষ টাকা
হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকাসহ গোলাম মোস্তফা উরফে
মোস্ত ও তার স্ত্রী খাদিজা বেগমকে আটক করেছে হাকিমপুর
থানা পুলিশ।
আজ রবিবার ভোর রাতে উপজেলার দক্ষিন বাসুদেবপুর এলাকায়
নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন
জানান, মাদকের বড় একটি চালান কেনা-বেচা হচ্ছে এমন
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল ভোর রাতে
তাদের বাড়িতে অভিযান চালায়। পুলিশের সদস্যরা শয়ন কক্ষের
ড্রেসিং টেবিলের ড্রয়ারে অভিনব কায়দায় রাখা ৪৫ গ্রাম
হেরোইন, ১শ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২০ হাজার টাকা
জব্দ করে। এসময় গোলাম মোস্তফা উরফে মোস্ত ও তার স্ত্রী
খাদিজা বেগমকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য
নিয়ন্ত্রন আইনে হাকিমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন,উপজেলার দক্ষিন বাসুদেবপুর এলাকার মৃত
আমির আলীর ছেলে গোলাম মোস্তফা উরফে মোস্ত ও তার স্ত্রী
খাদিজা বেগম।
গোলাম মোস্তাফিজার রহমান
