মোঃ লিখন হোসাইন,লালমনিরহাট প্রতিনিধিঃ
জুলুম-নির্যাতন ও মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন রংপুর বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান,লালমনিরহাট জেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুজ্জামান আহমেদ।
সোমবার,১৬ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থায় দৈনিক মুক্তি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। একই সাথে তিনি সংবাদ প্রকাশে কোন আপোষ না করতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।
কালীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবজমিনের প্রতিনিধি শেখ আবদুল আলিমের সভাপিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান। অন্যান্যের মধ্যে ভোটমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহাদুল হোসেন চৌধুরী ও লাখো কন্ঠের জেলা প্রতিনিধি সবুজ আলী আপন, দৈনিক আমার সংবাদ এর আব্দুর রাহিম বক্তব্য দেন।
দৈনিক মুক্তি’র রংপুর প্রতিনিধি প্রশান্ত কুমার রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক নুর আলমগীর অনু।
পরে অন্যান্য অতিথিদের সাথে নিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে দৈনিক সংগ্রামের প্রতিনিধি হাসান আব্দুল মালেক, বিজয় টিভির প্রতিনিধি মনঞ্জুরুল ইসলাম মঞ্জু, বার্তা২৪ এর প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, দৈনিক মুক্তি’র নির্বাহী সম্পাদক সোহেল রানা, বার্তা সম্পাদক রনোজিৎ কুমার রায়, গনমানুষের আওয়াজ প্রতিনিধি আসাদ হোসেন রিফাত,দৈনিক তৃতীয় মাত্রার হাসমত আলী।
আরো উপস্থিত ছিলেন, লালমনির অনলাইন এর সম্পাদক রাহেবুল ইসলাম টিটুল, দৈনিক নবকন্ঠের সম্পাদক লিখন হোসাইন, জাগো রংপরের সম্পাদক সাব্বির আহমেদ লাভলু, গনমানুষের আওয়াজ হাতীবান্ধা প্রতিনিধি মিজানুর রহমান, সাপ্তাহিক অগ্রযাত্রা প্রতিনিধি হাসানুজ্জামান হাসান, সহ বিভিন্ন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।