হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধ ভাবে গড়ে ওঠা ২৩টি কয়লা তৈরির
চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমান আদালাত।
পাশাপাশি ফায়ার সার্ভিসের মাধ্যমে চুল্লিগুলোর ভেতরে থাকা
কাঠগুলো ভিজিয়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলা নিবার্হী অফিসার ওয়হিদা খানম এর
নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত ৩
জনকে আটক করে ৮২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ঘোড়াঘাট উপজেলায় বিরাহিমপুর গুচ্ছগ্রামে একটি আম বাগানের
মধ্যে চারদিকে টিনের বেড়া দিয়ে ২৩টি চুল্লি তৈরি করে
দীর্ঘদিন থেকে কাঠ পুড়ে কয়লা তৈরির ব্যবসা চালিয়ে আসছিলো
কিছু ব্যবসায়ী।
এরই প্রতিবাদে পরিবেশ দুষণসহ ধানের ক্ষতি হওয়ায় ছাত্র-ছাত্রীরা ওই
অবৈধ ব্যবসা বন্ধের দাবিতে আজ দুপুরে উপজেলা চত্তরে মানববন্ধন
করেন এবং মানববন্ধন শেষে উপজেলা নিরবার্হী অফিসারের নিকট
স্বারক লিপি প্রদান করেন।
গোলাম মোস্তাফিজার রহমান মিলন
