হিলি স্থলবন্দরের সেবার মান বাড়িয়ে রাজস্ব আহরন বাড়ানো হবে কমিশনার শওকত আলি সাদীক

অর্থনীতি


হিলি প্রতিনিধি:
বন্দরের সেবার মান বাড়িয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে
আমদানি রফতানি বাড়ানোর পাশাপাশি বন্দর থেকে রাজস্ব আহরন
বাড়ানো হবে। বন্দর দিয়ে পণ্য আমদানিতে কোন ব্যবসায়ীরা যেন
হয়রানির স্বিকার না হয় সে ব্যাপারে সকল কাস্টমস কর্মকর্তাকে
সতর্ক করে দেন। রংপুর বিভাগীয় কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট
কমিশনারেটের কমিশনার শওকত আলি সাদীক।
আজ মঙ্গলবার দুপুরে হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে ব্যবসায়ীদের
সাথে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

এসময় সেখানে হিলি স্থল শুল্কস্টেশনের সহকারী কমিশনার আব্দুল
হান্নান,উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদসহ কাস্টমস
কর্মকর্তা ও বন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এর আগে তাকে বন্দরের কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীরা ফুল দিয়ে
শুভেচ্ছা জানান। পরে তিনি কাস্টমসের পণ্য পরিক্ষন শুল্কায়নসহ
বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করার পাশাপাশি সীমান্তের শুন্যরেখায়
ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে তিনি
রংপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *