অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ

গ্রাম বাংলা

রফিকুল ইসলাম , শ্রীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুরউপজেলার এরিয়া কোড নং ৫০৪০১ নিজমাওনা গ্রামের সেপ্টেম্বর মাসের প্রতিটা বিদ্যুৎ বিল গত বিলের চাইতে বেশী আসার অভিযোগ  ওঠে। এবিষয়ে এই এরিয়ার একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি (নাম প্রকাশে অনিচ্ছু) জানান, বিল প্রস্তুতের সময় বিদ্যুৎ ছিল না এবং যিনি বিদ্যুৎ বিল প্রস্তুত করেছেন তিনি ছিলেন নতুন। এই এরিয়ার প্রতিটা গ্রাহকের অভিযোগ হলো এমাসে বিল অনেক বেশী। সঠিক সময়ে বিল পরিশোধ করতে হিমশিম খেতে হবে। তাই, তাদের দাবি, পরবর্তী সময়ে যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে দিকে যেন  কর্তৃপক্ষের সদয় দৃষ্টি থাকে।       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *