সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল গোল্ডকাপে জেলা চ্যাম্পিয়ন কালীগঞ্জ উপজেলা ও সাতক্ষীরা পৌরসভা

খেলা

কাজী খালিদ, সাতক্ষীরাঃ সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট, বালক ও বালিকা ( অ- ১৭) এর ফাইনাল খেলা সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ জেলা পর্যায়ের বালক গ্রুপের খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কালীগঞ্জ উপজেলা ও রানারআপ সাতক্ষীরা সদর উপজেলা দল।  বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন সাতক্ষীরা পৌরসভা এবং রানারআপ শ্যামনগর উপজেলা দল।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অায়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এক জাঁকজমকপূর্ণ  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। 

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘ক্রীড়াঙ্গণে সাতক্ষীরা জেলার সুনাম ধরে রাখতে বিভাগীয় পর্যায়ে আরো বেশি ভাল খেলতে হবে। সকলের প্রচেষ্টায় সাতক্ষীরাতে একটি ভাল সুন্দর নান্দনিক স্টেডিয়াম তৈরী করতে হবে। এজন্য সাতক্ষীরার বিবেকবান মানুষদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ, পৌর মেয়র তাজকিন আহম্মেদ
চিশতি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সাতক্ষীরা উপপরিচালক হোসেন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, জেলা ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গীর,  জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, খন্দকার প্রিন্স হাসান।

পুরুষ্কার বিতরনী শেষে ‘ক্লীন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা’ স্লোগানে এক সাংস্কৃতিক সন্ধ্যার অায়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *