দিনাজপুরের নবাবগঞ্জে নৌকা ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু

সারাদেশ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুড়ার বিলে ঘুরতে গিয়ে নৌকা
ডুবিতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনের বাড়ি
দিনাজপুর শহরে ও একজনের বাড়ি কাহারোল উপজেলায়।
আজ শনিবার বিকেল ৪ টার দিকে নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুড়ার বিলে
এই ঘটনা ঘটে।
জানা যায়, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র ও দিনাজপুর মহিলা কলেজের এক ছাত্রীসহ ৫ জন
নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুড়ার বিলে বেড়াতে যান। তারা কাঠের তৈরি
ব্রিজ ও শালবন ঘুরে দেখার পর নৌকায় উঠে বিল ঘুরে দেখছিলেন। বিলের
মাঝখানে গিয়ে নৌকাটি ডুবে যায়। সাঁতার না জানায় সবাই
পানিতে তলিয়ে যান।
এ সময় স্থানীয়রা ও ঘুরতে যাওয়া পর্যটকরা তাদেরকে উদ্ধার করে নবাবগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক
একছাত্রীসহ তিন ছাত্রকে মৃত ঘোষণা করেন। মৃত তিন জনরা হলেন ফারয়িা
মৌমি, আসফাক হোসেন ও রাফি আহম্মেদ। অপর দুই জনের চিকিৎসা
চলছে তারা হলেনমনোয়ার ও মাহফুজ মিয়া।
নবাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক খায়রুল আলম বিষয়টি
নিশ্চিত করেছেন।
নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান,
নিহত ৩ শিক্ষার্থীর মধ্যে ২ জন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ১ জন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী।
গোলাম মোস্তাফিজার রহমান মিলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *