হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুড়ার বিলে ঘুরতে গিয়ে নৌকা
ডুবিতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনের বাড়ি
দিনাজপুর শহরে ও একজনের বাড়ি কাহারোল উপজেলায়।
আজ শনিবার বিকেল ৪ টার দিকে নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুড়ার বিলে
এই ঘটনা ঘটে।
জানা যায়, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র ও দিনাজপুর মহিলা কলেজের এক ছাত্রীসহ ৫ জন
নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুড়ার বিলে বেড়াতে যান। তারা কাঠের তৈরি
ব্রিজ ও শালবন ঘুরে দেখার পর নৌকায় উঠে বিল ঘুরে দেখছিলেন। বিলের
মাঝখানে গিয়ে নৌকাটি ডুবে যায়। সাঁতার না জানায় সবাই
পানিতে তলিয়ে যান।
এ সময় স্থানীয়রা ও ঘুরতে যাওয়া পর্যটকরা তাদেরকে উদ্ধার করে নবাবগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক
একছাত্রীসহ তিন ছাত্রকে মৃত ঘোষণা করেন। মৃত তিন জনরা হলেন ফারয়িা
মৌমি, আসফাক হোসেন ও রাফি আহম্মেদ। অপর দুই জনের চিকিৎসা
চলছে তারা হলেনমনোয়ার ও মাহফুজ মিয়া।
নবাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক খায়রুল আলম বিষয়টি
নিশ্চিত করেছেন।
নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান,
নিহত ৩ শিক্ষার্থীর মধ্যে ২ জন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ১ জন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী।
গোলাম মোস্তাফিজার রহমান মিলন
