“সাফল্য “

লাইফস্টাইল

 কবি-আ: সাত্তার 
আমাদের জীবনে আশা আছে ভরা, 

শত কষ্ট সহ্যকরে ধন্য হয়েছে যারা দুঃখ্যময়

জীবনে সাফল্য পেয়েছে তারা।

কত দুঃখ্য কত বিপদ জড়ে আছে পথে পথে,

 সাফল্য পেতে হলে জীবনে ক্ষত হয় কত আঘাতে।

  বিষন্নতার জীবনে সুখ নাহী পায় তারা ,

বার বার কষ্ট পেয়ে ধৌর্য হারা,

 বিধাতার স্বরনে উদ্দাম সাহস আর ধৌর্য ধরে।

এগিয়ে চল এগিয়ে চল সামনের দিকে,

স্বাধীনতার মুখ দেখ, দেখাও মানব জাতীকে। 

এ অবনীতে ত্যাগ স্বীকার করেছে

যারা রিক্তময় জীবনে সুখ পেয়েছে তারা।

যাদের নাম লিখা আছে ইতি হাসের পাতায়, 

সংগ্রাম করেছে তারা সাফল্যের আশায়।

তারাও ছিল আমাদের সদৃশ রক্তে মাংসে গড়া। 

তবে কেন জীবন সংগ্রামে হব মোরা ধৌর্য হারা।

এগিয়ে চল এগিয়ে চলহে বাঙ্গালি জাতী….

বার বার চেষ্টা কর,           

কবিরঠিকানাঃ   

মোঃ আ: সাত্তার 

গ্রাম ঃ পিপরুল কালিগঞ্জ ০১৭০০-৮১০৬২৭



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *