আজ থেকে বাংলাবান্ধা স্থল বন্দর চালু 

অর্থনীতি
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের একমাত্র চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন বন্ধের পর ভারত, নেপাল, ভূটান ও বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি পুনরায় চালু হয়েছে।
শনিবার (১৬ জুলাই) সকাল ১০টায় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক সিএন্ডএফ আসোসিয়েশনের যুগ্ন আহবায়ক মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।
জাহাঙ্গীর আলম জানান, ‌‌ঈদুল আযহা উপলক্ষে বিগত ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ৮ দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। আজ (১৬ জুলাই) থেকে পুনরায় বাংলাবান্ধা স্থলবন্দর বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান জানান, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *