হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ১নং প্যানেল মেয়র তথা ৯নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের মিয়ার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেছেন (৭,৮,৯) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা সিদ্দিকা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ও আসামী একই ওয়ার্ডের কাউন্সিলর হওয়ায় নানা ভাবে তাকে কু-প্রস্তাব দিতেন ও যৌন হয়রানির চেষ্ঠা করতেন। আসামীর কু-প্রস্তাবে বাদী রাজি না হওয়ায় তাকে বিভিন্ন ভাবে হয়রানি ও বিভিন্ন সময় তার শরীরে কৌশলে হাত দেওয়ার চেষ্টা করতেন।
এজাহার সূত্রে আরো জানা যায়, গত ২১/০১/২০২৩ ইং তারিখে অনুমান দুপুর ১২.৪০ ঘটিকায় আসামী তার ব্যবহৃত ফোন থেকে বাদীর ফোনে ফোন দিয়ে পুনরায় কু-প্রস্তাব দিয়ে তার বাসায় ডাকে। বাদী তার প্রস্তাবে সাড়া না দিয়ে ঐ দিনই বেলা অনুমান ৩.০০ ঘটিকায় পৌর অফিসে টিসিবির উৎবৃত্ত পণ্যগুলো কিভাবে বিতরণ করা হবে, জানার জন্য পৌর মেয়রের কাছে গেলে মেয়র ব্যস্ত থাকায় কাউন্সিলর রুমে অপেক্ষার প্রক্কালে আসামী পিছন থেকে ঝাপটে ধরে শরীরে হাত দেয়।
ঘটনার বিষয়ে আসামীর মুঠোফোনে যোগাযোগ করা হলে নাম্বার বন্ধ পাওয়া গেছে।
মেয়র আব্দুর সাত্তার মিলন বলেন এ ব্যাপারে মামলা হয়েছে, তদন্ত চলছে।
গোলাম মোস্তাফিজার রহমান মিলন
হিলি প্রতিনিধি
দিনাজপুর।