নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে ০১জন নিহত হয়েছে। শনিবার সকাল ৯ টায় উপজেলার ভোবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদিন (২৫) মহাদেবপুর উপজেলার সারতা গ্রামের রুবেল হোসেনের ছেলে বলে জানা গেছে। এই ঘটনায় মোটরসাইকেলের আরোহী নিহতের মামা কবির হোসেন গুরুতর আহত হয়। বদলগাছি থানার সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, উপজেলার গাবনা মামা বাড়ি থেকে নওগাঁ যাবার পথে ভটভটির সাথে মোটরসাইকেল সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জয়নালের মৃত্যু হয় এবং এক জন গুরুতর আহত কবির হোসেন গাবনা গ্রামের মোজ্জামেলের ছেলে বলে জানা গেছে। আহত কবিরের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ আতিয়ার রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সজিব হোসেন
নওগাঁ জেলা প্রতিনিধি