নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল গভীর শঙ্কা ব্যক্ত করে বলেছেন, সারা বিশ্বে মুসলমান আজ ধ্বংসের মুখে উপনীত। এক শ্রেনীর পোশাক ধারী মুসলিমরুপী মোনাফেক এ ধ্বংস যাত্রাকে ত্বরান্বিত করছে।
শেরপুরের পাকুরিয়া দরবার শরীফে আয়োজিত এক আজিমুশ্বান ইসলামী জলছায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিঁনি এসব কথা বলেন। তীব্র শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ উচ্ছাস নিয়ে এ অনুষ্ঠানে সমবেত উপস্থিত ছিলেন।
এর আগে জাকের পার্টি চেয়ারম্যান পাকুরিয়া দরবার শরীফে আগমন করলে আবেগঘন পরিবেশ তৈরি হয়। বিশ্বওলী হযরত শাহুসুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের পবিত্র জন্মভূমিতে জাকের পার্টি চেয়ারম্যানের আগমন ঘিরে সুদৃশ্য তোরন, বর্নিল ব্যানার, ফেস্টুন, প্যানাফ্লেক্স সহযোগে ব্যাপকভাবে সুসজ্জিত করা হয়। দৃষ্টিনন্দন মঞ্চ ও সামিয়ানা দিয়ে সজ্জিত করা হয় জলছা স্থল। অনুষ্ঠানে জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ জাকের পার্টি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দীর্ঘ দিন পরে জাকের পার্টি চেয়ারম্যানকে কাছে পেয়ে উচ্ছসিত পাকুরিয়াবাসীর পক্ষ থেকে অনুষ্ঠানে তাদের প্রিয় নেতাকে মানপত্র উপহার দেয়া হয়।
মোস্তফা আমীর ফয়সল বলেন, বারবার সভ্যতা এসেছে। সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে। মানুষ আজ মানুষকে হত্যা করে আনন্দ পায়। নানা ধরনের অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়ে বিকৃত আনন্দ লাভ করে। অবৈধ অস্ত্রের ঝনঝনানি, উছৃঙ্খলতা এবং লুটপাট মানুষকে নৈতিকভাবে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে। প্রকৃতি বিরুপ হয়ে উঠছে। উষ্ণায়নের কারনে উত্তর মেরুতে বরফ গলছে। ভারতীয় উপ মহাদেশে মাটির নিচে ভূমিকম্পের আনাগোনা। বাংলাদেশও এ আশঙ্কা থেকে মুক্ত নয়।
জাকের পার্টি চেয়ারম্যান বলেন, এ অবস্থা থেকে পরিত্রাণের পথ খুজতে হবে। এজন্য দরকার জাতীয় ঐক্য। জাকের পার্টির মাধ্যমেই কেবল জাতীয় ঐক্য তৈরী সম্ভব। তিনি বিরাজমান পরিস্থিতির ধারাবাহিকতায় ২০২১ সালে সম্ভাব্য পরিস্থিতির আশংকা জনক দিক তুলে ধরেন।
মোস্তফা আমীর ফয়সল সার্বিক পরিস্থিতি বিবেচনায় আল্লাহর রহমত লাভে সকলকে বিশ্বওলী হযরত শাহুসুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের আসন্ন মহা পবিত্র বিশ্ব উরস শরীফে যোগদানের উদাত্ত আহবান জানান। তিঁনি মহা পবিত্র বিশ্ব উরস শরীফ সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের উৎসর্গীকৃত প্রাণে সর্বাত্মক প্রস্তুত থাকার নির্দেশ দেন।
জাকের পার্টি চেয়ারম্যান গভীর আশাবাদ ব্যক্ত করে বলেন, জাকের পার্টি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। এবারের বিশ্ব উরস শরীফে আমরা নতুন চেতনা, নতুন উদ্যম ও নতুন সংকল্পে উজ্জীবিত হব। জাকের পার্টিকে যারা ঢেকে রাখছে, বেশী দিন তারা ঢেকে রাখতে পাবে না। জাকের পার্টি নিজ শক্তিতে এগিয়ে যাবে।
মোস্তফা আমীর ফয়সল বক্তব্যের শুরুতে তাঁর দাদাজান এবং বিশ্বওলী কেবলাজান সম্পর্কে অত্যন্ত আবেগ মথিত আলোকপাত করেন। তিঁনি বলেন, তাসাউফের যে আলো আজ সারা বিশ্বে, তাঁর সুতিকাগার কিন্তু এই পাকুরিয়া। অনুষ্ঠানে এলাকা বাসীর আবদারের জবাবে জাকের পার্টি চেয়ারম্যান ধর্মীয়, শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান নির্মাণের ঘোষণা দেন। এসময় সমবেত বিপুল সংখ্যক এলাকাবাসী উচ্ছাসে ফেটে পড়েন।
অনুষ্ঠানের আগে এবং পরে এলাকাবাসীকে অকাতরে সাক্ষাত দেন জাকের পার্টি চেয়ারম্যান।