গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরে হিলি প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।বুধবার সকাল সাড়ে ১১ টায় হিলি প্রিমিয়ারলীগ আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই খেলার উদ্বোধন করেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ।
খেলায় ৪টি দল অংশ গ্রহন করবেন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন ফেন্ড ২০০৩ এসএসসি ব্যাচ বনাম বড় জালালপুর শান্তি সংঘ।
খেলায় বড় জালালপুর শান্তি সংঘ ১৭ ওভারে ১০৫ রান করে উলআউট এবং ফেন্ড ২০০৩ এসএসসি ব্যাচ ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১১৫ রান করে জয়লাভ করেন।