গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি:
মুসলমান সম্প্রদায়ের পবিত্র শবে বরাত উপলক্ষে আজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে ।
বিষয়টি নিশ্চিত করছেন বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফএজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন,মুসলমান সম্প্রদায়ের পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু হবে।
পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।