নওগাঁয় ৪৯ কেজি গাঁজা ও এক নারীসহ আটক ৬

ক্রাইম রিপোর্ট

সজিব হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ৪৯ কেজি গাঁজা ও এক নারীসহ ছয়জনকে আটক করেছে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গতকাল সোমবার ভোরে নওগাঁ শহরের বরুনকান্দি বাইপাস মোড় থেকে তাদের আটক করা হয়। আটকরা হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসীন্দা বলে জানা গেছে। মাদকদ্রব্য অধিদপ্তরের সূত্রে জানা যায়, আটকরা আন্তঃ জেলা মাদক কারবারির সদস্য। তাদের হবিগঞ্জ জেলা থেকে নওগাঁর ওপর দিয়ে চাঁপাইনবাবগঞ্জের আড্ডা যাওয়ার কথা ছিল। একটি মাইক্রোবাসের সিলিন্ডার কেটে তার ভিতরে ও মাইক্রোবাসের বডির ভেতরে অভিনব কায়দায় গাঁজাগুলো রাখা ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রন দপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোরে শহরের বরুনকান্দি বাইপাস মোড়ে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করে ৪৯ কেজি গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ করে। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *