আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ সিরাজগঞ্জের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে অত্র কলেজে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পরে আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও বঙ্গবন্ধুর উপর লেখা রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন, রাশিদাজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ খাদেমুল ইসলাম।
আলোচনা সভার মুখ্য আলোচক ছিলেন, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শারমীলা ফারজানা,৷
স্বাগত বক্তব্যে রাখেন, কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রেজিনা খাতুন।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গাজী সালাউদ্দিন আহমেদ, প্রভাষক এ.এস.এম এহসানুল কবীর প্রমুখ।
এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলা বিভাগের প্রভাষক শেখ মোর্তুজা আল কামাল ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ইতিহাস বিভাগের প্রভাষক এ. এস.এম এহসানুল কবীর এবং গীতা পাঠ করেন প্রভাষক মৌসুমী রায়।
অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের প্রধানগন, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রভাষক, শিক্ষার্থীরা, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।