হৃদয়ের অভিষেক ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে দুই রেকর্ড সাকিবের

খেলা

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নি।
বাংলাদেশের ১৪০তম ওয়ানডে খেলোয়াড় হিসেবে অভিষেক হচ্ছে ব্যাটার তৌহিদ হৃদয়ের।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। একাদশে সুযোগ হয়নি আগের দিন অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোট পাওয়া মেহেদি হাসান মিরাজের। একাদশে রাখা হয়েছে ব্যাটার ইয়াসির আলিকে।
এখন পর্যন্ত ১০ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে সাতটি জিতেছে বাংলাদেশ এবং মাত্র দু’টিতে জয় পায় আয়ারল্যান্ড। বাকী ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
সদ্য ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও, টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় টাইগাররা।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, ইয়াসির আলি, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টেফেন ডোহেনি, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি ম্যাকব্রিন, মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হুম।

এক ম্যাচে দুই রেকর্ড সাকিবের

বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩শ উইকেট শিকারের মালিক হলেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে ইতিহামে ব্যাট হাতে ৭ হাজার রান ও বল হাতে ৩শ উইকেট শিকার করা তৃতীয় ক্রিকেটার সাকিব।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৯৩ রানের ইনিংস খেলেন সাকিব। এই ইনিংসের মাধ্যমে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন সাকিব। গত সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে বোলার হিসেবে ৩শ উইকেট পূর্ণ করেছিলেন সাকিব।
সাকিবের আগে ওয়ানডেতে ৭ হাজার ও ৩শ উইকেট শিকার করেছেন  শ্রীলংকার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের শহিদ আফ্রিদি।
৪৪৫ ম্যাচে জয়সুরিয়া ১৩৪৩০ রান ও ৩২৩ উইকেট নিয়েছেন। ৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট আছে আফ্রিদির। ২২৮ ম্যাচেই ৭ হাজার ও ৩শ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করেন সাকিব।
তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান করেন সাকিব। ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তামিম খেলেছেন ২০৪ ইনিংস। সাকিব করেছেন  ২১৬ ইনিংসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *