স্বাধীনতা দিবসে দেশবাসীকে অভিনেত্রী জাইমা ইসলাম পরী’র শুভেচ্ছা

বিনোদন

মারুফ সরকার,স্টাফ রির্পোটার:  ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আজ ৫২ বছর হলো বাংলাদেশ বিশ্বের বুকে সগর্বে মাথা তুলে দাঁড়িয়েছে। তলাবিহীন ঝুঁড়ি থেকে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোলমডেল। একদিনে এসব অর্জন আসেনি। এর জন্য শত ত্যাগ, তিতিক্ষা ও বিশাল কর্মযজ্ঞ, সুশাসন সর্বোপরি দেশের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় মুখ্য ভূমিকা পালন করেছে।
আজ এত পরিবর্তনের সূচনা ২৬ শে মার্চ, ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই, যার মধ্যে দিয়েই আমরা আমাদের স্বাধীন  বাংলাদেশ পেয়েছি। মহান স্বাধীনতা দিবসে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি মহান মুক্তিযোদ্ধাদের, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এছাড়াও আমাদের মহান নেতাদের ও দেশের মানুষদের যারা সবাই মিলিয়ে কাঁধে কাঁধ না রেখে লড়াই না করলে আজ ও আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতাম।

মহান স্বাধীনতা দিবসের এক বিবৃতিতে অভিনেত্রী জাইমা ইসলাম পরী এসব কথা বলেন। এছাড়াও  আরো বলেন, এই মহান স্বাধীনতা দিবসে নেতৃবৃন্দ আশা করেন, রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, আমলা, সচিব, মন্ত্রী সকলকে আরো আন্তরিক ও সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে হবে৷ দেশ ও দেশের মাটি ও মানুষকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *