নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
তলা ফুটো হয়ে চট্টগ্রামের হাতিয়ার নলছিরা ঘাট পার হওয়ার পর এমবি হেমা(৩) নামের একটি জাহাজ ডুবে গেছে। এখনো হতাহতের খবর পাওয়া মিলেনি।
সোমবার ভোররাত ৩ টার দিকে হাতিয়ার নলছিরা ঘাট এলাকার একটি চরে আটকে আছে জাহাজটি।
পূব ব-দ্বীপ অঞ্চলের পাইলট সুপারভাইজার মো. মোতালেব জানান, জাহাজটির তলা ফুটো হয়ে ডুবে গেছে। জাহাজটি জোয়ারের পানিতে ডুবে থাকে। ভাটা হলে আবার ভেসে উঠে। উদ্ধারের কাজ চলছে।