মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন  উপলক্ষে কামারখন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত । 

রাজশাহী
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন  উপলক্ষে কামারখন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কামারখন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে –
রবিবার ২৬ মার্চ  বিকেল ৪টায় কামারখন্দ উপজেলার মিনি অডিটোরিয়ামে  -“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা, পুরস্কার এবং বীরমুক্তিযোদ্ধা পরিবার / সদস্য গণের সংবর্ধনা প্রদান এবং ইফতার মাহফিল
অনুষ্ঠানের   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ-২( সদর-কামারখন্দ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না । এসময়ে   তিনি তার বক্তব্যে  বলেন, বঙ্গবন্ধু কন্যা,  জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হলো উন্নয়নের সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার  । আপনাদের ভাতা বৃদ্ধি করাসহ সকল ধরনের  সুযোগ-সুবিধা প্রদান করছে আসছে এসরকার । তাই উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষার্থে  আপনারা আবারও ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আবারো মাননীয়  জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন।  
কামারখন্দ উপজেলায় ব্যাপক সাদৃশ্যমূলক উন্নয়ন করা হয়েছে। বিগত সময়ে বিএনপি-জামাত জোট ক্ষমতাকালে তারা কোন উন্নয়ন করেনি তারা করেছে লুটপাট, দুর্নীতি আর তাদের রাজনীতি হলো জ্বালা-পোড়াও  মানুষখুনের। 
অনুষ্ঠানের সভাপতিত্বে করেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা সুলতানা। এবং অনুষ্ঠান পরিচালনা করেন,   কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুমা খাতুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *