কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৯ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন নারায়নপুর ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের গঙ্গাধর নদীর চরে জুয়া খেলা অবস্থায় নাগেশ্বরী থানার কাটগিরি এলাকার নাসেম আলী (৩২), সমের আলি (২৫), কালিকাপুর এলাকার মোঃ মমিন (৪৫), হোসেন আলী (৫০), সাইদুর রহমান (৩৮), ধনিরভিটা এলাকার সাইফুর (৫২),কচাকাটা থানার কৃষ্ণপুর এলাকার শফিকুল (৩৮), জাহিদুল (৪০) ও কুমদপুর এলাকার হাসেম আলী (৫২)কে গ্রেফতার করে কচাকাটা থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।