শতাধিক ভাসমান মানুষের মাঝে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (আইডিএফ) এর ইফতার বিতরন

সারাদেশ

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: রোজা উপলক্ষে অনেকের রাস্তায়  ইফতার করতে হয় । আর তাদের কথা চিন্তা  করে আইডিএফ এবার সারাদেশে  রোজাদারের ইফতার খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে  ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম-আইডিএফ।
সোমবার সন্ধ্যায় ঢাকার আগারগাঁয়ে বিএনপি বস্তির সামনে  শতাধিক অসহায় মানুষের মাঝে এই ইফতার বিতরণ করেছে আইডিএফ  এর সেচ্ছাসেবক দল। ইফতার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম-আইডিএফ এর নির্বাহী পরিচালক জনাব এস.এম.শফিউল আযম।

তিনি বলেন, আমরা এবার ২০ হাজার অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের এই উদ্যোগে আপনাদের সকলকে সামর্থ অনুযায়ী শরীক হওয়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।

তিনি আরো বলেন, আপনাদের আন্তরিক সহযোগিতায় অসহায় দুঃস্থদের মুখে হাঁসি ফুটবে এবং আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। এসময় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম-আইডিএফ টিম এ সবাই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *