কাজিপুরের শুকুর আলীকে  পেট দিয়ে আর ঘানি টানতে হবে না উপহার পেল ষাঁড় গরু

রাজশাহী
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেলতৈল গ্রামের শুকুর আলীকে আর পেট দিয়ে ঘানি টানতে হবে না। ঝড়বৃষ্টির মধ্যেই  রাতে উপহার পেল একটি ষাঁড়গরু ও খাদ্য সামগ্রী। 
উপহার পেয়ে আনন্দে হাসিতে আত্নহারা শুকুর আলী ও তার স্ত্রী।  দীর্ঘদিন তারা  জোয়াল নিজের পেটে ঠেকিয়ে  নিয়ে কাঠের ঘানি টেনে সরিষার তেল ভাঙ্গানোর কাজ করে  সংসার চালাতো।  খুবই কষ্টকর কাজ হতে থেকে মুক্তি পেলো এ দম্পতি । 
 বৃহস্পতিবার (৩০ মার্চ -২০২৩)  রাত ১১ টার দিকে  ঝড়বৃষ্টির  মধ্যেই   কাজিপুর উপজেলার বেলতৈল গ্রামের দুখী   শুকুর আলীর দুঃখ শেষ করতে ও তার পরিবারে মুখে হাসি ফুটাতে   একটি ষাঁড় গরু ও খাদ্যসামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করেন,  মানবতার সৈনিক মামুন বিশ্বাস। তার প্রচেষ্টায় এই ষাঁড়  গরু কেনার জন্য সহায়তা করেন  নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচিত ভাই ৮১’হাজার ৫০০ টাকা এবং  অস্ট্রেলিয়া প্রবাসী এক ভাই খাদ্যসামগ্রীর জন্য ৩’হাজার ৭৫ টাকা পাঠিয়েছিলেন। আর এ থেকেই ক্রয় করা হয়   ষাঁড়  গরু ৭৮ হাজার টাকা, পিক ট্রাক ভাড়া ৩৫০০ টাকা,খাদ্যসামগ্রী ৩ হাজার ৭৫ টাকা। মোট খরচ ৮৪ হাজার ৫৭৫ টাকা। 
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ও সাংবাদিকবৃন্দ একাংশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *