আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ধর্ম

মারুফ সরকার ,স্টাফ রিপোটার : আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর উদ্যোগে আমাদের জীবনে আল কোরআন: বিশুদ্ধ তিলাওয়াত ও কোরআন প্রচারের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ রামাদ্বান , ১২ এপ্রিল (বুধবার) ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লা সংলগ্ন ওয়াটার গার্ডেন কনভেনশন হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক এমপি।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে ও সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর মহাপরিচালক আল্লামা উবায়দুর রহমান খান নদভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক জনাব মাহবুব হোসেন, অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাউসুল আজম জামে মসজিদ মহাখালীর সম্মানিত খতীব আল্লামা আব্দুর রাজ্জাক আযহারী, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা আনোয়ারুল হক, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসউদুর রহমান,

নির্বাহী সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর ও সিনিয়র সহ-সভাপতি শায়েখ ক্বআরঈ আজহারুল ইসলাম এর লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ইরানের প্রখ্যাত ক্বারী ড. মোস্তফা কাসেমী, আন্তর্জাতিক ক্বারী মাওলানা লুৎফর রহমান।

প্রথম অধিবেশনে ইকো ছাত্র পরিষদ সভাপতি মাওলানা আরিফুল ইসলাম মাহমুদীর সঞ্চালনায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর সহ-সভাপতি মাওলানা আব্দুল আওয়াল খান, দপ্তর সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ঢাকুবী, সহ-দপ্তর সম্পাদক মাওলানা উসামা হাফেজ্জী, লালবাগ মুন্সীমিয়াজান মসজিদের খতিব মাওলানা আব্দুল কাইয়ুম, বকশী বাজার মসজিদের খতিব মাওলানা যোবায়ের আহমদ কাসেমী, বেগম বাজার মসজিদের খতিব মাওলানা হামিদুল হক, হাফেজ্জী হুজুরের দৌহিত্র মাওলানা ওয়ালী উল্লাহ আশরাফ, মাওলানা বেলায়েত হোসাইন ফিরোজী,  কলরব শিল্পীগোষ্ঠী পরিচালক মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আবু সালেহ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী তাজ উদ্দিন, হাজী মহিউদ্দিন (সোহেল রানা), ইকো ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ বিন শফিক, জনাব বোরহান উদ্দিন ইয়াসিনসহ ঊর্ধতন নির্বাহীগণ, কূটনীতিক, আইনজীবী, শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, উলামা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *